গার্মেন্টসশিল্প-বানিজ্য

বিদেশি ক্রেতাদের তৈরি পোশাক খাতে দাম বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্ক: তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতাদের পণ্যের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার ( ১০ মে) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ডেনিম প্রদর্শনী’র সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

সমাপনী অনুষ্ঠানে টিপু মুনশি বলেন, বিদেশি ক্রেতারা কর্ম পরিবেশের উন্নতির কথা বলে। কিন্তু এজন্য তাদের পণ্য মূল্য বাড়ানোর কথা বলাও উচিৎ।

তৃতীয় বারের মত আয়োজিত টেকসই এ্যাপারেল ফোরামে অংশ নেয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উদ্যোক্তা, বিদেশি ক্রেতা ও এ্যাপারেল খাতের বিশিষ্টজনরা। দিনব্যাপী এই আয়োজনে এ্যাপরেল খাতের সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা হয়। যেখানে উদ্যোক্তারা একটি টেকসই এ্যাপারেল খাত গড়ে তুলতে কাঁচামালের অপচয় রোধ, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দেন। একই সাথে আমদানি-রপ্তানির প্রধান বাঁধা হিসেবে কাস্টমসের অসহযোগীতা ও দুর্নীতির অভিযোগ করেন। বিদেশি ক্রেতাদের কাছে পণ্যের মূল্যে ন্যায্য দাম দেয়ার দাবী করেন।

Related Articles

Leave a Reply

Close
Close