দেশজুড়েপ্রধান শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ট্রেনের সব সিটে যাত্রী নেয়া হবে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ট্রেনের সব সিটে যাত্রী নেয়া হবে। এ লক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে।

বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল, যা আগে সবগুলোই অনলাইনে বিক্রি হতো। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক, অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি অর্ধেক অর্থাৎ ২৫ ভাগ অনলাইনে ইস্যু করা হচ্ছিল।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরো বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close