দেশজুড়েপ্রধান শিরোনাম

স্বাস্থ্য অধিদফতরে দুদকের অভিযান চলছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দীকির নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, দুপুর ২ টার কিছুক্ষণ আগে তারা স্বাস্থ্য ভবনে প্রবেশ করে। এরপর তারা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের রুমে ঘণ্টাখানেক ধরে আছে। তারা দরজা বন্ধ করে আছে এ সময়। দুদক টিম বেশকিছু নথিপত্র জব্দ করেছে এ সময়।

আগেই জানা গিয়েছিল, চলতি সপ্তাহের যে কোনো দিন দুদকে তলব করা হবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ডজনখানেক কর্মকর্তাকে।

সম্প্রতি রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। মাস্ক, পিপিইসহ সুরক্ষা সামগ্রী কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পুরানো দুর্নীতির থমকে যাওয়া অনুসন্ধানও আবার নতুন করে সামনে আসে।

দুদক সূত্র বলছে, তদন্তের স্বার্থেই এই অভিযান চালানো হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close