দেশজুড়ে

স্যার ফজলে হাসান আবেদকে সর্বসাধারণের শ্রদ্ধা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জনতার ঢল নেমেছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় তাঁর মরদেহ বনানীর আর্মি স্টেডিয়ামে আনা হয়।

এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের প্রতিনিধিরা ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্পিকার, ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, স্যার ফজলে হোসেন আবেদের মৃত্যুতে যে শূত্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এর আগে, সকালে ব্র্যাক ইন সেন্টারে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ গত শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফজলে হাসান আবেদকে ২০১০ সালে “নাইট” উপাধিতে ভূষিত করেন ইংল্যান্ডের রানি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close