দেশজুড়েপ্রধান শিরোনাম

হটলাইনে ৫০৯ কল, শনাক্ত হয়নি নতুন কেউ

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের হটলাইনে ৫০৯টি কল এসেছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশে নতুন করে কারও শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (০৯ মার্চ) রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মীরজাদা সেব্রিনা ফ্লোরা বলেন, গতকাল আমরা যখন করোনা ভাইরাসে তিনজনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছি তারপর থেকে আমরা মোট ৫০৯টি কল পেয়েছি। এরমধ্যে ৪৮৯টি কলই করোনা সংক্রান্ত। অনেকেই করোনা সম্পর্কিত নানা তথ্য জানার জন্য কল দিচ্ছেন। অনেকে হট লাইনের নাম্বার ব্যস্ত পাচ্ছেন।

তিনি আরও বলেন, আইইডিসিআরে সরাসরি ১৮ জন এসেছেন। গত ২৪ ঘণ্টায় আমরা আরও চারজনের নমুনা সংগ্রহ করেছি। সেই চারজনের কারও মধ্যেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তাই এখনও পর্যন্ত সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা তিনজন।

এসময় তিনি আরও বলেন, বিদেশ থেকে কেউ আসলেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এমন ভাবনা সঠিক নয়।

Related Articles

Leave a Reply

Close
Close