দেশজুড়েপ্রধান শিরোনাম

হবিগঞ্জের সাতছড়িতে অভিযান, ১৮টি রকেট লঞ্চার উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে ৭ম দফায় অভিযান চালিয়ে ১৮টি রকেট লঞ্চার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গহীণ অরণ্য থেকে লঞ্চারগুলো উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ের সময় সেক্টর কমান্ডার তুহিন মাসুদসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার দুপুর থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অভিযান চালায় বিজিবি।

এর আগে, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close