দেশজুড়ে

হামদর্দের এমডি হাকিম ইউছুফকে ধর্ম মন্ত্রণালয়ে জিজ্ঞাসাবাদ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউসুছ হারুন ভুইয়াকে টানা দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বুধবার (১৯ জুন) বেলা পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ১১ জুন হাকিম ইউছুফকে তলব করে নোটিশ পাঠায় ধর্ম মন্ত্রণালয়ের সংস্থাপন শাখা। তলবি ওই নোটিশে বলা হয়, যথাসময়ে শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে, সংশ্লিষ্ট অভিযোগকারীর আনা অভিযোগের বিষয়ে হাকিম ইউছুফ কোনও বক্তব্য দিতে ইচ্ছুক নন।

হাকিম ইউছুফ ও তার পরিবারের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে গত ২৩ এপ্রিল ৩ সদস্যের কমিটি গঠন করে ধর্ম মন্ত্রণালয়। এ তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দার এবং ২ সদস্য হলেন উপসচিব (সংস্থা) মোহাম্মদ মাহবুব আলম ও সহকারী ওয়াকফ প্রশাসক (উপসচিব) রায়হান কাওছার।

দুর্নীতি দমন কমিশনও (দুদক) ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করছে। গত ১১ জুন জিজ্ঞাসাবাদের কথা থাকলেও দুদকের কাছে সময় চেয়ে আবেদন করেন হাকিম ইউছুফ।
প্রসঙ্গত, গত ১১ মে হামদর্দের অনিয়ম, দুর্নীতি ও হাকিম ইউছুফ এবং তার পরিবারের ভূমিকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

Related Articles

Leave a Reply

Close
Close