বিশ্বজুড়ে

হিরো সাজতে সিংহের সঙ্গে সেলফি, যা ঘটলো যুবকের সাথে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে টিকটক ভিডিও। কোনো ভিডিও নেটিজেনদের চরম বিনোদন দিচ্ছে, আবার সৃষ্টি করছে বড় বড় বিতর্কও। এবার বিতর্কিত কাণ্ড করে বসলেন এক যুবক। নিজেকে হিরো সাজাতে সিংহের সঙ্গে সেলফি তুলে টিকটক ভিডিও বানানোর চিন্তা করলেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। এরইমধ্যে সিংহের সঙ্গে সেলফি তোলার টিকটক ভিডিও অনলাইলে ভাইরাল হয়েছে। তবে তাকে দিতে হয়েছে হিরো সাজার খেসারত।

১৯ মে ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীণ কাসওয়ান টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। এখনো পাঁচ হাজারের বেশি নেটিজেন ভিডিওটি দেখেছেন। অনেকে ক্ষোভ প্রকাশের পাশাপাশি দুঃসাহসের সমালোচনা করেছেন। তবে ওই দুঃসাহসিক যুবককে পুলিশ আটক করেছে বলে প্রবীণ তার পোস্টে জানিয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সামনে বসে রয়েছে দুটি সিংহ। ওই ব্যক্তি সিংহদের কাছে গিয়ে সেলফি তুলেন। তখন বলিউডের গান বাজতে থাকে।

সম্প্রতি অ্যাসিড হামলাকে প্রোমোট করার অভিযোগ এনে ফয়জল সিদ্দিকি নামের একজনের একটি ভিডিও সরিয়ে নেয় টিকটক কর্তৃপক্ষ। আর ঝুঁকিপূর্ণভাবে সিংহের সঙ্গে সেলফি তোলায় যুবককে আটক করে হাজতে পাঠিয়েছে পুলিশ। সূত্রঃ এনডিটিভি

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close