প্রধান শিরোনামবিশ্বজুড়ে

হোয়াইট হাউস যাবে কার দখলে?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হোয়াইট হাউস যাবে কার দখলে? জানার অপেক্ষায় গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জটিল সমীকরণ এখন দুলছে ৬টি রাজ্যের ওপর। আগাম ভোট গণনায় হাত দিতে হলে লেগে যেতে পারে কয়েক দিন।

এরই মধ্যে হোয়াইট হাউজে ব্রিফিংয়ে ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, নিজেকে জয়ী ঘোষণা করবেন শিগগির। এদিকে ডেমোক্র্যাটদের ঘাঁটি ডেলাওয়ারে এক সংক্ষিপ্ত সভায় জো বাইডেন বলেন জয়ের পথে তার দল।

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এখন দুলছে ৬টি রাজ্যের ওপর। তবে এসব সমীকরণের তোয়াক্কা না করে হোয়াইট হাউসে ব্রিফিং-এ ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে নিজেকে জয়ী দাবি করেন ট্রাম্প। এমনকি বাইডেনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগও তোলেন।

হাতি-গাধার যুদ্ধটা ভালোই জমে উঠেছে। টানটান উত্তেজনায় চলছে ভোট গণনা। হোয়াইট হাউজের দৌড়ে টিকে যাবেন কে? তা জানতে লেগে যেতে পারে কয়েক দিন। কারণ এবার ডাকযোগে ভোট এবং আগাম ভোট বেশি পড়ায় সম্পূর্ণ ফল পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ হয়েছে।

এদিকে ডেমোক্র্যাটদের ঘাঁটি ডেলাওয়ারে এক সংক্ষিপ্ত সভায় জো বাইডেন বলেন জয়ের পথে তার দল।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয় মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসেন ভোটাররা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close