তথ্যপ্রযুক্তি

১০ হাজার টাকায় আসছে চারটি ক্যামেরার স্মার্টফোন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যত দিন যাচ্ছে স্মার্টফোনের বাজারে বাড়ছে প্রতিযোগিতা। গত বছর বাজেট ফোনের বাজারে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে ছিল “শাওমি”। তবে এ বছর শাওমি-এর বাজারে অনেকটাই ভাগ বসিয়েছে আরেক চিনা সংস্থা “রিয়েলমি”। স্পেসিফিকেশনের দিক থেকে শাওমি-সহ অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে রিয়েলমি।

এবার স্মার্টফোনের বাজারে আরও এক নতুন চমক আনতে চলেছে তারা। ভারতের বাজারে প্রথম ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেন্সর-সহ ফোন আনতে চলেছে। ক্রেতা টানতে ফোনের দাম ১০ হাজারের মধ্যেই রাখা হবে বলে জানিয়েছেন রিয়েলমির সিইও। ফোনের নাম “রিয়েলমি ফাইভ”।

বর্তমান স্মার্টফোনের বাজারের নিরিখে হয়তো ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর খুব একটা বিস্ময়কর নয়। কিন্তু এর আগে কোয়াড ক্যামেরা, অর্থাত্ মোট চারটি রিয়ার ক্যামেরা সেনসরের সমন্বয়ে ক্যামেরা ফোন ভারতের বাজারে আনেনি কোনও সংস্থা। তার উপর বেস ভেরিয়েন্টের ফোনের দামও রাখা হচ্ছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

শুধু তাই নয়, রিয়েলমি ফাইভে থাকছে কোয়ালকম চিপসেট। ভারতে এর আগে কোনও স্মার্টফোনে কোয়ালকম চিপসেট ব্যবহার করা হয়নি বলে দাবি করেন সংস্থার সিইও। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন টুইটারে রিয়েলমি ফাইভের ক্যামেরায় তোলা একটি ছবি পোস্ট করেন সংস্থার সিইও মাধব শেঠ। সেই ছবি থেকেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার বৈশিষ্ট্য স্পষ্ট।

চলতি মাসে ২০ তারিখ ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ফাইভ। ফ্লিপকার্টে ফ্ল্যাশ সেলের মাধ্যমে ফোনের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে। সাধারণ ও প্রো ভেরিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ফাইভ।

Related Articles

Leave a Reply

Close
Close