গার্মেন্টসশিল্প-বানিজ্য

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মজুরি না দিলে ব্যবস্থা; শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সব শিল্পকারখানার মালিকদের প্রতি আগামী বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন । নির্দেশনা অনুযায়ী বেতন না দিলে সংশ্লিষ্ট কারখানার মালিকের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে কারখানার মালিকদের উদ্দেশে এই নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী। শ্রম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

করোনাভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখে শ্রমিকদের সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।

শিল্প পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ ও খুলনায় শিল্পকারখানা রয়েছে ৭ হাজার ৬০২টি। তার মধ্যে গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ৯৫৬ কারখানা শ্রমিকের বেতন পরিশোধ করেছে। ৫ হাজার ৬৪৬টি কারখানা বেতন-ভাতা পরিশোধ করেনি। তবে শিল্প পুলিশের হিসাবে ঢাকা মহানগরীর শিল্পকারখানার বেতন-ভাতা পরিশোধের তথ্য নেই।

এদিকে অধিকাংশ পোশাক কারখানাই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করায় গতকাল থেকে ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। আজ সোমবারও কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।

Related Articles

Leave a Reply

Close
Close