দেশজুড়ে

১ কোটি ২৮ লাখ শ্রমিককে বিদেশ পাঠাবে সরকার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতায় নাটোরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন)  নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকীর হোসেন।  মুল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উপ-সচিব আবেদ আলী।

সেমিনারে উপ-সচিব আবেদ আলী জানান, সরকার আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লাখ শ্রমিককে বিদেশে পাঠাবে। এজন্য প্রতি উপজেলা থেকে নেয়া হবে একহাজার জন। দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক পাঠাতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ৫২ জন অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Close
Close