তথ্যপ্রযুক্তি

১ বছরে প্রায় ৫০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক গত ছয় মাসে ৩৩৯ কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে। এর আগের ছয় মাসে, ২০১৮ সালের এপ্রিল থেকে একই বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৫০ কোটি অ্যাকাউন্ট ডিলিট করেছিল ফেসবুক।

বৃহস্পতিবার এই টেক জায়ান্ট কোম্পানি জানিয়েছে, তাদের প্লাটফর্ম থেকে ভুয়া অ্যাকাউন্ট মুছে মেলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসব অ্যাকউন্ট ডিলিট করা হয়েছে।

এক প্রতিবেদনে ফেসবুক জানিয়েছে, গত ছয় মাসে ‘তারা অবমাননাকর, ভুয়া অ্যাকাউন্ট তৈরির উল্লেখযোগ্য বৃদ্ধি’ লক্ষ্য করেছে। তবে তারা দ্রুততার সঙ্গেই অধিকাংশ চিহ্নিত করতে পেরেছে, কিন্তু ‘অটোমেটেড অ্যাটাকের’ কারণ অনেক অ্যাকাউন্ট প্রাথমিক চিহ্নিতকরণ ফাঁকি দিতে সমর্থ হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের ২৩০ কোটি সক্রিয় ব্যবহারীর বিপরীতে প্রায় ৫ শতাংশ ১২ কোটি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর অন্তত ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্টধারী। এসব অ্যাকাউন্ট ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোয় সবচেয়ে বেশি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(সুত্রঃ ওয়াশিংটন এক্সামিনার)

Related Articles

Leave a Reply

Close
Close