দেশজুড়ে

পরীমনির মাদক মামলার বিরুদ্ধে আপিল

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত বুধবার (২ মার্চ) পরীমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত হয়ে যায়। এ স্থগিতাদেশ বাতিল চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) করা এ আপিলের শুনানি হবে আগামী রোববার (৬ মার্চ)। সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান শুক্রবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করছেন।

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেনো বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ।

পরীমনির এক আবেদেনের শুনানি করে হাইকোর্ট রুলসহ এ স্থগিতাদেশ দেন। এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করল রাষ্ট্রপক্ষ।

এর আগে গত ৫ জানুয়ারি এ মামলা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট পরীমনির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হয় চিত্রনায়িকা পরীমনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close