দেশজুড়ে

৩ কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ আটক ৭

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় তিন কোটি  টাকা মূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার একটি চালানসহ ৭ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট ,৭টি মোবাইল সেট, ৮টি এটিএম কার্ড ও মুদ্রা পাচারে ব্যবহৃত ৫টি কোমরের বেল্ট জব্দ করা হয়।

শুক্রবার(৩১ মে) বিকেলে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট হতে একটি বাস তল্লাশি করে এসব বৈদেশিক মুদ্রার চালানসহ পাচারকারীরা আটক হয়।

আটককৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে, ২ লাখ ৫৩ হাজার ৪শ’ ইউএস ডলার, ৬৯ হাজার ৯৫০ পাউন্ড ও ৫ হাজার ৯০ ভারতীয় রুপি রয়েছে।

আটক মুদ্রা পাচারকারীরা হলেন- শরিয়াতপুরের হাসিরকান্দি গ্রামের ইউছুফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন(২৮), বোনায়সরদার গ্রামের ইসকান্দের ছেলে আব্দুস ছালাম(৩০), পূর্বসারিঙ্গা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে ইকবাল সরদার(২৮), চোকিদাকান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবীর হোসেন(৩৪), হাসিকান্দি গ্রামের ইউছুপের ছেলে সাইফুল ইসলাম(৩৪) ও সাতফুড়িয়াকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম(২২)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি আমড়াখালী চেকপোষ্টে  সাউথ লাইনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করে।

এসময় ব্যাগের মধ্য থেকে এসব বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে মুদ্রা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের সাত জনকে আটক করা হয়।  আটককৃত বৈদেশিক মুদ্রার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সিও ৪৯ বিজিবি মো. সেলিম রেজা।

Related Articles

Leave a Reply

Close
Close