দেশজুড়ে

৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণ করবে আনন্দ গ্রুপ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণ করবে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড। আজ রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এ কাজের উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহেল বারী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠার কারণে আজকে দেশে গণতান্ত্রিক আবহাওয়ায় ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। পুরো বিশ্বেই বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ২০তম অবস্থানে আছে। আগামী দিনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চালিকা শক্তি হবে। বাংলাদেশকে কেউ পেছনের দিকে টেনে ধরতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

আনন্দ গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহেল বারী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণ করা হবে। এরপর সেগুলো বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঢাকার সদরঘাট, পাগলা, মিরকাদিম, ফতুল্লাসহ দেশের বিভিন্ন নৌবন্দরে এসব পন্টুন স্থাপন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুস সামাদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মাহবুব-উল-ইসলাম, আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার প্রমুখ।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close