দেশজুড়ে

৫২টি পণ্যের মধ্যে ৩টি পণ্যের বৈধতা দিল বিএসটিআই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পুনরায় নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (২৮ মে) তিনটি খাদ্য পণ্যের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

পণ্য তিনটি হলো- এসিআই লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডলস নুডলস এবং প্রাণের গুঁড়া হলুদ।

বিএসটিআই উপপরিচালক রিয়াজুল হক জানান, তারা ৫২টি পণ্যের লাইসেন্স স্থগিত এবং শোকজ নোটিশ জারি করেছিল।

তিনি আরও বলেন, ‘আমরা ৪৩টি পণ্যের কাছ থেকে সাড়া পাই, যারা তাদের পণ্যের গুণগত মান উন্নয়নের দাবি করে। এর মধ্যে নয়টির লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া এসিআই লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডলস নুডলস এবং প্রাণের গুঁড়া হলুদ দ্বিতীয়বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’

এর আগে গত ১২ মে বিভিন্ন ব্রান্ডের ৫২টি নিম্নমানের পণ্য বাজার থেকে সরাতে বিএসটিআইকে নির্দেশ দেন হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Close
Close