দেশজুড়ে

৬৪ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করলো নৌ-পুলিশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মুন্সীগঞ্জের সদর থানাধীন মুক্তারপুরে অবৈধ কারেন্ট জাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ কোটি ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে নৌ-পুলিশ।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার নৌ-পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম, বিপিএম( বার) পিপিএম( বার) এর নেতৃত্ব কারখানায় অভিযান চালানো হয়। এসময় নৌ-পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নির্বাহী হাকিম ও মৎস কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে ২ কোটি ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। নিষিদ্ধ ঘোষিত এসব কারেন্ট জালের আনুমানিক বাজার মুল্য ৬৪ কোটি ৫০ লাখ টাকা। এ অভিযান শেষে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close