দেশজুড়েপ্রধান শিরোনাম

৮০ কোটি টাকা ফেরত দেবে সংসদ

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলতি অর্থবছরে ৮০ কোটি টাকা ফেরত দিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। করোনা মহামারির কারণে সংসদ অধিবেশনের কার্যদিবস কম হওয়া এবং বিদেশ সফর ও প্রশিক্ষণ না হওয়ার কারণে চলতি অর্থবছরে এ অর্থ সাশ্রয় হয়েছে। তবে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য সাড়ে ৫ কোটি টাকা বাড়িয়ে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে যোগদান করেন। বৈঠক শেষে স্পিকার সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরে যে বাজেট ছিল আমরা তার থেকে খরচ কম করেছি। আজকের বৈঠকে চলতি অর্থবছরের (২০২১-২২) জন্য ৩১৬ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। আমরা মে মাস পর্যন্ত ১৮৯ কোটি টাকা খরচ করেছি। কর্মকর্তারা যে হিসাব দিয়েছেন তাতে অর্থবছর শেষে আমরা ৮০ কোটি টাকার মতো ফেরত দিতে পারবো
করোনার পরিস্থিতিতে সংসদ অধিবেশনের দিবস কম ছিল এবং ভ্রমণ ও প্রশিক্ষণ কম হওয়ার কারণে এই সাশ্রয় হয়েছে বলে তিনি জানান। কমিটি সূত্র জানায়, বৈঠকে জাতীয় সংসদের আগামী ২০২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন দেয়া হয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরে জন্য ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার বাজেট প্রাক্কলন করা হয়েছিল। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ৩৬৫ কোটি ৮২ লাখ টাকা এবং ২৪-২৫ অর্থবছরে ৩৯১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে সংসদ সচিবালয়ে যুগ্ম সচিবের ৫টি পদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ধরনের ভাতা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ছাড়া কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয়া হয়।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close