দেশজুড়েপ্রধান শিরোনাম

ব্রিটিশ নাগরিক শামীমার বাংলাদেশে প্রবেশের অধিকার নেইঃ মন্ত্রণালয়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। তাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন।

ওই আদালতসমূহ শামীমা বেগমের আবেদন খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। এ সংক্রান্ত তার কোন অধিকারও নেই। তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়ারও কোনো অবকাশ নেই।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close