দেশজুড়েপ্রধান শিরোনাম

২০১৯-২০ সালের শান্তিকালীন পদক পেয়েছেন ১২২ সেনা সদস্য

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের জন্য ২০১৯-২০ সালের শান্তিকালীন পদক পেয়েছেন ১২২ সেনা সদস্য।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এ পদক তুলে দেন।

এ সময় সেনাপ্রধান বলেন, শান্তিকালীন পদক সেনা সদস্যদের কাজের প্রতি আরও উদ্বুদ্ধ করবে। জেনারেল আজিজ আহমেদ প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার তাগিদও দিয়েছেন।

এছাড়া গত ২১ নভেম্বর সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দেশের প্রয়োজনে বাহিনীকে যথাযথভাবে পরিচালনা করায় সেনা প্রধানকে ‘সেনাবাহিনী’ পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close