কৃষিপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

মহামারির অর্থনৈতিক ধাক্কা কাটাতে বেড়েছে কৃষি ঋণ বিতরণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারি করোনার ফলে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে সম্প্রসারণমূলক আর্থিক নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সরকারের এ প্রচেষ্টার ফলে বেড়েছে কৃষি ঋণ বিতরণ।

চলতি ২০২০-২০২১ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৫৯ শতাংশ বেড়েছে, যা ৬৩০ কোটি ৭৬ লাখ টাকার বেশি। তবে চলতি অর্থবছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার তুলনায় এই বিতরণের পরিমাণ বেশ কম।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৮ হাজার ৯৩৫ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করেছে। আগের বছরের একই সময়ে কৃষি ঋণ বিতরণ করা হয়েছিল ৮ হাজার ৩০৫ কোটি টাকা।

২০২০-২১ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক ২৬ হাজার ২৯২ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। সেই বিবেচনায় ব্যাংকগুলোর গড়ে ২ হাজার ১৯১ কোটি টাকা বিতরণ করার কথা। কিন্তু ব্যাংকগুলো কৃষকদের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮.৪৩ শতাংশ কম বিতরণ করেছে।

ঋণ বিতরণের পরিমাণ প্রথম দুই মাস খুবই ভালো ছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। ঋণ বিতরণের প্রবৃদ্ধির হার ধীরে ধীরে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে কমেছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, প্রথমবারের মতো ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকগুলো ২৪ হাজার ১২৪ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে কৃষি ঋণ বিতরণ করতে ব্যাংকগুলোতে কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে।

এদিকে চলতি বছরের ২৩ জুলাই একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে কৃষকদের ঋণ প্রদানের ক্ষেত্রে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমানোর নির্দেশনা দেয়া হয়েছিল। কারণ এনজিওর কাছ থেকে ঋণ নিতে কৃষককে ২০ শতাংশেরও বেশি সুদ দিতে হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close