দেশজুড়ে

রাজধানীতে ১০ রেস্তোরাঁকে ২৬ লাখ টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হজযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্প এলাকায় আনাগোনা বেড়েছে হজযাত্রী ও তাদের স্বজনদের। চাহিদা বেড়ে যাওয়ায় পচা-বাসি খাবারের পসরা সাজিয়ে বসেছে আশপাশের বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ। আর, সুযোগ বুঝে রাখা হচ্ছে বাড়তি দাম। এসব অভিযোগে এ এলাকার ১০টি রেস্তোরাঁকে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুলাই) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি সংবাদমাধ্যমে বলেন, হাজি ক্যাম্পে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার সুযোগে প্রতারণার ফাঁদ পেতেছে অসাধু ব্যবসায়ীরা। এ এলাকার ১০টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পচা-বাসি খাবার বিক্রি করতে দেখা গেছে। এছাড়া, চাহিদা বেড়ে যাওয়ায় নির্ধারিত দামের চেয়ে বাড়তি দাম আদায় করছিল তারা।

এসব অপরাধে তাদের মোট ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিন জনকে ছয় মাস করে কারাদণ্ডসহ একটি রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close