আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় অন্ত:সত্ত্বা নারী হত্যাকান্ড, আসামী খোরশেদ আলমকে গ্রেপ্তার

সুচিত্রা রায়, আশুলিয়া: আশুলিয়ার ঘোষবাগে অন্ত;সত্ত্বা নারী হনুফা আক্তারের হত্যাকান্ডের ঘটনায় আসামী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর একটি দল। উদ্ধার করা হয়েছে নিহত নারীর গলার চেইন ও মোবাইল ফোন।

রোববার (২৮ জুন) রাত সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চত করেন আশুলিয়া থানার এস আই ও মামলা তদন্তকারী কর্মকর্তা সুদীপ কুমার। এরআগে রোববার সকালে তাকে লক্ষ্মীপুর জেলা থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। পরে রাতে আশুলিয়া থানায় তাকে হস্তান্তর করা হয়।

সুদীপ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। খোরশেদ আলম ঘটনার পর থেকে তার শশুরবাড়ি এলাকায় আত্নগোপন করেছিলো।

তিনি আরও জানান, খোরশেদ আলম আশুলিয়া একটি পোশাক কারখানায় চাকরি করতো। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। সে আশুলিয়ায়  হনুফার ভাইয়ের বাড়িতে নিজেকে আরমান হোসেন নামে পরিচয় দিয়ে বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলো। পরে কৌশলে হনুফা আক্তারকে পাশের ঘরে ডেকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণের চেইন ও মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত ২০ জুন (শনিবার) রাত ১১ টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার রুহুল আমিনের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে অন্ত:সত্ত্বা হনুফা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। হনুফা আক্তার সম্পর্কে রুহুল আমিনের আপন ছোট বোন। সেই রাতে নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়ায় থানায় হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Close
Close