আশুলিয়াপ্রধান শিরোনাম

আশুলিয়ায় খাল দখলমুক্ত ও সংস্কারের দাবী জানালো গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় নয়নজুলি খাল দখলমুক্ত ও সংস্কারের করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রামবাসী। পানি নিষ্কাসনের খালটি দখল হওয়ায় সামান্য বৃষ্টিতে এলাকার প্রায় বাড়ি ঘর তলিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বিশমাইল জিরাবো রোডের পুকুরপাড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ গ্রামবাসী।

তাদের বলেন,আশুলিয়ার বাইপাইল থেকে নয়নজুলি নামের ঐতিহ্যবাহী শতবর্ষী খালটি তুরাগ নদীতে গিয়ে মিশেছে। কিন্তু গত কয়েক বছর ধরে আশুলিয়ার বেরণ,পুকুরপাড়সহ বিভিন্ন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি খালটি দখল করে বিভিন্ন বাড়ি ঘর ও কারখানাস্থাপন করে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে পুকুরপাড়,জিরাবোসহ বিভিন্ন বাড়ি ঘর পানিয়ে তলিয়ে গেছে। খেটে খাওয়া মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

পরে আজ খালটি উদ্ধার করে সংস্কার করার জন্য এলাকাবাসী সাভার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

Related Articles

Leave a Reply

Close
Close