তথ্যপ্রযুক্তি

আসল ব্যবহারকারীকে চিনতে সেলফি ভিডিও নিবে ফেসবুক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্যবহারকারীর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে নতুন একটি পদ্ধতির পরীক্ষা করছে ফেসবুক। আসল ব্যবহারকারীকে সনাক্ত করতে এই প্রক্রিয়ায় ব্যবহারকারীর কাছে ভিডিও সেলফি চাওয়া হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এই পদ্ধতি অল্প পরিসরে পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। ক্যামেরা চালু করে ব্যবহারকারীকে তাদের ফোন চোখের উচ্চতায় রাখতে হবে, এরপর স্ক্রিনে ওঠা বৃত্তাকার একটি ফ্রেমের দিকে তাকিয়ে রেকর্ড করতে হবে।

ফেসবুকের কর্মকর্তাদের যুক্তি, ‘বিশেষ পরিস্থিতিতে আসল ব্যবহারকারীকে সনাক্ত করতে এই পদ্ধতি আমাদের সাহায্য করবে।’

অ্যাপটির প্রতিশ্রুতি, অন্য কেউ এই ভিডিও দেখতে পাবে না। ব্যবহারকারী সনাক্ত হয়ে গেলে ৩০ দিন পর ভিডিওটি ডিলিট হবে।

ফেইসবুকের নতুন ফিচারটি চালু হলে প্রাইভেসি আরও ঝুঁকিতে পড়তে বলে বিশ্লেষকেরা যথারীতি অভিযোগ তুলছেন। রেইন স্যামান নামের এক প্রযুক্তিবিদ বলছেন, ‘এমনিতে ফেইসবুকের বিরুদ্ধে প্রাইভেসি লঙ্ঘন, তথ্য চুরি, ভুয়া খবর ঠেকাতে ব্যর্থতাসহ নানা সমালোচনা আছে। এর মধ্যে মানুষের চেহারা স্ক্যান করা শুরু করলে তা আরও সমালোচনা বাড়াবে।’

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close