দেশজুড়ে

ইলিশ রক্ষায় শিবালয়ের দুর্গম চরে অভিযান, ট্রলারসহ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: মা ইলিশ রক্ষায় মানিকগঞ্জের শিবালয়ের দুর্গম চরে অভিযান চালিয়ে অস্থায়ী মাছের আড়ত ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী অফিসার। জব্দ করা হয় কারেন্ট জাল।

শনিবার (১৯ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত শিবালয়ের আলোকদিয়ার চরে উপজেলা নির্বাহী অফিসার এ এফএম ফিরোজ মাহমুদের নেতৃত্বে মৎস্য বিভাগ, র‍্যাব-৪, জেলা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ইলিশ কেনাবেচায় সৃষ্ট অস্থায়ী বাজারগুলো ভেঙ্গে ফেলা হয়। ১০ লাখ মিটার কারেন্ট জাল, প্রায় ১ মন মা ইলিশ ও ৩০টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ জানান, শিবালয়ের প্রত্যন্ত আলোকদিয়ার চরে কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে অবৈধ বাজার বসিয়ে ইলিশ বেচাকেনা করে আসছিল। এজন্য সেখানে অভিযান চালানো হয়েছে। মা ইলিশ রক্ষায় শিবালয় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Close
Close