দেশজুড়েপ্রধান শিরোনাম

ঋণের বোঝা বইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঋণের বোঝা বইতে না পেরে পটুয়াখালীর দুমকি উপজেলায় জাহিদুল ইসলাম কাইয়ুম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার চরগরবদি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহিদুল ইসলাম কাইয়ুম চরগরবদি এলাকার মৃত রফিক শিকদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কাইয়ুম ঢাকায় জাল তৈরির কারখানায় চাকরি করতেন। চাকরি ছেড়ে চরগরবদি গ্রামে এসে বিভিন্ন মানুষের কাছ থেকে দুই লাখ টাকা ঋণ নেন। এরপর তিনি লাপাত্তা হয়ে যান। করোনার দুর্যোগ শুরু হলে আবার এলাকায় ফেরেন। এরপর পাওনাদাররা টাকার জন্য চাপ দেন। এ নিয়ে পবিরারের কলহ চলছিল। কিছুদিন আগে স্ত্রীও তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। পরে পৈতৃক জমি লিখে দিয়েও দেনা শোধ হয়নি তার। এ নিয়ে চরম হতাশাগ্রস্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিষপান করেন কাইয়ুম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুমকি থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close