প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

এনডোর্সমেন্ট ছাড়া ১০ হাজার ডলার নিয়ে আসা-যাওয়ার সুযোগ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যারা বিদেশ ঘুরছেন বা উপার্জনে প্রবাস জীবনযাপন করছেন, তাদের জন্য সুসংবাদ। এখন থেকে বাংলাদেশে ঢোকার সময় যে কেউ সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবেন পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই। এমনকি লাগবে না কোনো রকমের ঘোষণাও। একইভাবে যে কেউ দেশ থেকে যাওয়ার সময়ও একই পরিমাণের বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংক। এর আগে ঘোষণা বা এনডোর্সমেন্ট ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা-যাওয়ার সুযোগ ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের পাশাপাশি বিভিন্ন দেশে ১০ হাজার ডলার সঙ্গে নিয়ে যাওয়া যায়। আবার ১০ হাজার ডলার নিয়ে ওই দেশ থেকে বেরও হওয়া যায়। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিন দিন বাড়ছে। বাংলাদেশিরা সহজে যাতায়াত করছে। এ কারণেই এ সীমা বাড়ানো হয়েছে। তবে এ সুবিধা মূলত যারা বিদেশ থেকে ডলার নিয়ে আসে, তাদের জন্যই। যদিও এর অপব্যবহারের সুযোগ রয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close