দেশজুড়েপ্রধান শিরোনাম

করোনার ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবেঃ মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহের উদ্যোগ নেয়া অক্সফোর্ডের তৈরি করোনা ভাইরাসের ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভ মোকাবিলা ও ভ্যাকসিন সংগ্রহের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়।

বৈঠকে আলোচনার বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থ মন্ত্রণালয় করোনার টিকা কিনতে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে। বৈঠকে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবিলা ও টিকা সংগ্রহের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে জরিমানার পরিমাণ কত, তা নির্ধারণ করা হয়নি। জরিমানার বিষয়টি এক সপ্তাহ দেখার পর কারাদণ্ড দেয়ার মতো কঠোর অবস্থানে যেতে পারে সরকার।

চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাকের টিকার ট্রায়াল হওয়ার কথা ছিল, সেটি কোন পর্যায়ে আছে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা রিজেক্ট করেনি। ওরা একটা টাকা চাচ্ছে। সরকার এখনও দেয়নি বা রাজি হয়নি। আমরা সেটা এখনও বাতিলও করিনি। প্রথমে টাকা চায়নি, পরবর্তীতে টাকা চাচ্ছে।’

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close