করোনাদেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য

করোনায় গত ২৪ ঘণ্টায় ১৩ জেলায় ৫৫ জনের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জেলায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনাতেই মারা গেছে ১৩ জন। খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, খুলনা মেডিকেল কলেজের করোনা হাসপাতালে ২ জন এবং জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় শনাক্তের হার ৪২ শতাংশ।

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন।

এছাড়া, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ৭ জন, শেরপুরে ২ জন, বরগুনা, পটুয়াখালী, জামালপুর ও ময়মনসিংহে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।।

Related Articles

Leave a Reply

Close
Close