করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় মৃত ৪২ জনের বিষয়ে যা জানানো হয়েছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৪৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন।

নতুন করে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৭ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন ও ৯১-১০০ বছরের মধ্যে ১ জন।

এলাকা বিশ্লেষণে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ২, রাজশাহী বিভাগে জন ২, খুলনায় ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। এই ৪২ জনের মধ্যে হাসপাতালে ৩০ জন মারা যান এবং ১২ জন বাড়িতে মারা যান।

রবিবার (৭ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close