প্রধান শিরোনামবিশ্বজুড়ে

কাবুল বিমানবন্দরের বাইরে ৭ আফগান নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: কাবুল বিমানবন্দর এলাকার পরিস্থিতি ভয়াবহ। এর ফলে কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে সাত জন আফগান নিহত হয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘কাবুল বিমানবন্দর এলাকার পরিস্থিতি ভয়াবহ। আমরা যথাসাধ্য নিরাপদ ও সুরক্ষিত রাখার চেষ্টা করছি।’

সাড়ে চার হাজারের মতো মার্কিন সেনা কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এদের সঙ্গে যুক্তরাজ্যের ৯০০ সেনাও রয়েছেন।

গত রোববার (১৫ আগস্ট) কাবুলের দখল নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বহু আফগান নাগরিক দেশ ছেড়ে যেতে চাইছেন। এজন্য যতই দিন যাচ্ছে কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানদের ভিড় বাড়ছে। এদের বেশিরভাগই টানা দুই দশকের যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা আফগান এবং তাদের পরিবারের সদস্য।

/ আর আইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close