দেশজুড়েপ্রধান শিরোনাম

কিশোরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নারী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রামে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে সাড়ে ২২ কেজি গাঁজাসহ মোছা. হাজেরা বেগম (৩৮) নামে মাদক ব্যবসায়ী এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে সাড়ে ২২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ অপারেশনাল টিমটির নেতৃত্ব দেন। আটক হওয়া মাদক ব্যবসায়ী মোছা. হাজেরা বেগম অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের মো. শহিদ মিয়ার স্ত্রী।

অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চুনারুঘাট-হবিগঞ্জ-আদমপুর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে নিয়ে আসে এবং আশপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের শহিদ মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোছা. হাজেরা বেগমকে আটক করা হয় এবং তার ঘর তল্লাসি করে সাড়ে ২২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close