করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

গর্ভবতী-প্রসূতি মায়েদের টিকা দেয়ার সিদ্ধান্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: গর্ভবতী-প্রসূতি মায়েদের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছ।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় টিকা দেয়ার শর্তাবলীতে বলা হয়েছে, গর্ভবতী টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে তাকে টিকা দেয়া যাবে না। অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতীকে টিকা দেয়া যাবে না। এছাড়া কোনো গর্ভবতীর ভ্যাকসিন অ্যালার্জির সমস্যা থাকলে তাকেও দেয়া যাবে না। কোনো গর্ভবতী ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণের পর এইএফআই কেস হিসাবে শনাক্ত হন তবে তাকেও দ্বিতীয় ডোজ দেয়া যাবে না।

এর আগে, রাজধানীসহ সারা দেশে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। প্রায় সব কেন্দ্রেই উপচেপড়া ভিড়। তবে টিকা বরাদ্দের তুলনায় মানুষ বেশি থাকায় অনেককেই ফিরে যেতে হচ্ছে। দীর্ঘ লাইনের কারণে শারীরিক দূরত্ব ও স্যানিটাইজেশনের নির্দেশনা মানা যায়নি গণটিকাদান কেন্দ্রে। রয়েছে স্বজনপ্রীতির অভিযোগও।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

/আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close