প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকারও বেশি (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে)। অর্থাৎ, গতবছরের জানুয়ারি মাসের তুলনায় এই জানুয়ারিতে ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগের কয়েক মাসের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমেছে। শেষ পাঁচ মাসের সঙ্গে তুলনায় জানুয়ারিতে ২০০ কোটি ডলারের নিচে নেমেছে রেমিট্যান্স।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close