প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

টিফিনের টাকায়, সাভারে পথশিশুর ঈদের জামা

নিজস্ব প্রতিবেদক: পথশিশুদের মলিন মুখে হাসি ফুটেলো কোমলমতি আরেক কিশোর শিক্ষার্থীর দল। নিজেদের টিফিনের জমানো টাকায় কেনা নতুন ঈদ পোশাক তুলে দিলেন পথশিশুর হাতে।

সাভার রেডিও কলোনী মডেল হাই স্কুলের এসএসসি ২৬ব্যাচের শিক্ষার্থীরা শুক্রবার (৩১মে) দুপুরে বিদ্যালয় মাঠে নিজেদের উদ্যোগে শতাধিক পথশিশু মাঝে তুলে দেন এই ঈদের পোশাক।

ছবি: সাভার রেডিও কলোনী মডেল হাই স্কুলের এসএসসি ২৬ব্যাচের শিক্ষার্থীরা

ঈদের নতুন জামায়, পথশিশুরা লাজুক হাসিতে তাদের আনন্দের কথা জানান, ‘আমরাও সবার মতো ঈদে নতুন জামা পড়তে পারবো’

শিক্ষার্থীরা জানান, গতবছরের মত এবারও আমরা ঈদে পথ শিশুদের জন্য কিছু করার চেষ্টা করেছি। গত বছরে বিদ্যালয়ের বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার সময়ে এ উদ্যোগ আমাদের মাথায় এসেছিল। পরে অন্যন্যা বন্ধুদের সাথে কথা বলে আমরা এ উদ্যোগ নেই। আগামীতেও আমাদের এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে।

উল্লেখ্য, গত বছরও প্রায় অর্ধ শতাধিক পথ শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছিল এ ব্যাচের শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Close
Close