ভ্রমন

তিন ঘণ্টার বেশি ‘তাজমহলে’ থাকলে গুনতে হবে অতিরিক্ত অর্থ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের অন্যতম ঐতিহাসিক নিদর্শন তাজমহলে তিন ঘণ্টার বেশি থাকলে অতিরিক্ত অর্থ দিতে হবে বলে জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।

বুধবার (১২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এএসআইয়ের সুপার বসন্ত কুমার বলেন, সপ্তম আশ্চর্যের অন্যতম এই নিদর্শনকে একবার চোখে দেখার জন্য পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, বিদেশি পর্যটকদের জন্য আলাদা গেট। এখন থেকে টিকিট কাটার সময় দেয়া হবে একটি টোকেন। এতে তিন ঘণ্টা সময়সীমা উল্লেখ থাকবে। এর বেশি থাকতে হলে বের হওয়ার গেট থেকে টোকেনটি রিচার্জ করাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এতদিন তাজমহল দেখার জন্য পর্যটকরা সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে সময় কাটাতে পারতেন। তাই নতুন নিয়মে পর্যটকরা মোটেও খুশি নন।

এদিকে তাজমহলের যত্ন ও পরিষ্কারের দিকে লক্ষ্য রাখতে এবং পর্যটকদের সংখ্যা কমাতে উত্তরপ্রদেশ সরকার এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close