করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

দেশে এ পর্যন্ত ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন করোনা টিকা নিয়েছেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে এ পর্যন্ত ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন করোনা টিকা নিয়েছেন। এরমধ্যে ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন পুরুষ এবং ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন নারী। আর ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৭৮ হাজার ৩৩০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৯৫ এবং নারী ৩৪ হাজার ৩৩৫ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৫ লাখ ৯৮ হাজার ৯১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ৯২ হাজার ২১২, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ২৮ হাজার ৮০৩, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ১৪ হাজার ৯১৩, রাজশাহী বিভাগে ৫ লাখ ৫৮ হাজার ২৪২, রংপুর বিভাগে ৪ লাখ ৯৯ হাজার ৮৮৯, খুলনা বিভাগে ৬ লাখ ৪৬ হাজার ৪২, বরিশাল বিভাগে ২ লাখ ২৮ হাজার ৩৭৪ এবং সিলেট বিভাগে ২ লাখ ৫৯ হাজার ৮৭৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close