দেশজুড়ে

‘পদ্মা সেতু যারা চায় না, তারাই ‘ছেলেধরা’ গুজবের হোতা’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু যারা চায় না, তারাই ছেলেধরা গুজবের হোতা।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, যারা গুজব রটাচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় জানা গেছে। তাদের অনেককে চিহ্নিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেই তালিক এসেছে। শিগগিরই চিহ্নিত ব্যক্তি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গুজব ছড়ানোর কারণে এরই মধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে জনগণকে সর্তক করার জন্য তথ্য বিবরণী দেয়া হয়েছে। এগুলো রেডিও, টেলিভিশনসহ সব জায়গায় প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মঙ্গলবার দলীয়  নেতাদের সঙ্গে বিষয়টি আলোচনা করেছেন। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমরা দলীয়ভাবেও ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি।

Related Articles

Leave a Reply

Close
Close