বিশ্বজুড়ে

পরীক্ষায় খারাপ করায় স্কুলছাত্রীর মুখে কালি মাখালেন শিক্ষক!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্কুলের পরীক্ষায় খারাপ ফল করায় স্কুলছাত্রীর মুখে কালি মাখিয়ে দিয়েছেন এক শিক্ষক। সম্প্রতি ভারতের হরিয়ানায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এমনই খবর দিয়েছে কলকাতার এক সংবাদমাধ্যম।

তবে মেয়েটির পরিবারের অভিযোগ, দলিত সম্প্রদায়ের মেয়ে হওয়ায় তাকে এভাবে হয়রানি করা হয়েছে।

চতুর্থ শ্রেণির ওই ছাত্রী স্কুলের ইংরেজি পরীক্ষা ভাল ফল করতে পারেনি। খারাপ ফল করার শাস্তি হিসেবে তার মুখে কালি লাগিয়ে গোটা স্কুলে ঘোরান অভিযুক্ত শিক্ষক।

বিষয়টি বাইরে প্রকাশ হওয়ার পর ক্ষুব্ধ অভিভাবকরা সোমবার (৯ ডিসেম্বর) স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা অবিলম্বে স্কুলটি বন্ধ করে দেয়ারও দাবি তোলেন।

ক্ষুব্ধ এক অভিভাবক সংবাদমাধ্যমকে বলেন, ‘চতুর্থ শ্রেণির ছাত্রী কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। কিন্তু তার জন্য এই ধরনের আচরণ করা একেবারেই উচিত হয়নি ওই শিক্ষকের।’

Related Articles

Leave a Reply

Close
Close