শিক্ষা-সাহিত্য

পরীক্ষা চলাকালে বই নিয়ে ঘোরাঘুরি, বরিশালে কলেজছাত্রীকে জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশালের গৌরনদীতে দাখিল পরীক্ষা চলাকালে বই নিয়ে ঘোরাঘুরি করায় দুই কলেজছাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার উপজেলার কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দুই কলেজছাত্রীর নাম মোসা. আয়শা আক্তার (১৯) ও বিলকিস আক্তার (১৮)।

আদালত সূত্রে জানা গেছে, দেশব্যাপী এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা চলছিল। ঐ সময় তারা কেন্দ্রের পাশে বাংলা প্রথম পত্রের দুটি বই নিয়ে ঘোরাঘুরি করেন। ঘটনা দেখে কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ তাদের আটক করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে হাজির হন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। ওই দুই কলেজছাত্রী দোষ স্বীকার করে ক্ষমা চাইলে বিচারক তাদের কাছ থেকে জনপ্রতি ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

আয়শা কাছেমাবাদ গ্রামের মো. আমিনুল ইসলামের মেয়ে এবং বিলকিস একই গ্রামের মো. সালাউদ্দিন আহাম্মেদের মেয়ে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close