শিক্ষা-সাহিত্য

পিইসি-জেএসসির ফলাফল ২৯-৩১ ডিসেম্বরের মধ্যে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলতি মাসের শেষ ৩ দিনের যে কোনো দিন প্রকাশিত হতে পারে পঞ্চশ ও অষ্টম শ্রেণির চারটি সমাপনী পরীক্ষার ফল। এব্যাপারে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। উভয় মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পঞ্চম ও অষ্টম শ্রেণির চারটি সমাপনী পরীক্ষা হচ্ছে, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ১ জানুয়ারি নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এজন্য ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। তাই শেষ ৩ দিনের যে কোনো একদিন সময় চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী আগে ও পরে যখন সময় দেবেন তখনই আমরা ফল প্রকাশের জন্য প্রস্তুত আছি।

আর প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন পিইসি এবং ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলও প্রকাশের জন্য বলেছি। শিক্ষা মন্ত্রণালয় ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাব করেছে। পাবলিক পরীক্ষাগুলোর ফলাফলের সার-সংক্ষেপ গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের রেওয়াজ চালু আছে।

Related Articles

Leave a Reply

Close
Close