ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

প্রণোদনা প্যাকেজের ঋণ দ্রুত বিতরণের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ঢাকা অর্থনীতি ডেস্ক: কোভিড-১৯ সঙ্কটকালে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার ঘোষিত প্রণোদনার অর্থ দ্রুত বিতরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদশে ব্যাংক।

এই ঋণ বিতরণে দীর্ঘসূত্রতায় এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের অসন্তোষের প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই নির্দেশনা দেওয়া হয়।
করোনাভাইরাস মহামারী থেকে অর্থনীতি পুনরুদ্ধারে সরকার এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংকের ‘জরুরি’ এই নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের আবেদন স্বল্পতম সময়ের মধ্যে যাচাই-বাছাই করে দ্রুত ঋণ মঞ্জুর এবং বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া বিদ্যমান বিধি-বিধানের আলোকে ঋণ দেওয়া সম্ভবপর না হলে সেক্ষেত্রেও স্বল্পতম সময়ের মধ্যে আবেদনকারীকে তা জানিয়ে দিতে বলা হয়েছে।
ঋণ আবেদনকারীদের সহায়তা করতে প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখায় আবশ্যিকভাবে একটি স্বতন্ত্র ‘হেল্প ডেস্ক’ গঠন এবং সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে আর্থিক প্রণোদনা প্যাকেজ সংক্রান্ত তথ্যাদি প্রদর্শন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রণোদনা প্যাকেজের ঋণ বিষয়ক সার্বিক কাজ তদারকি সরাসরি ব্যাংকের প্রধান নির্বাহীকে করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই আদেশ বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এই প্যাকেজগুলোর মধ্যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য বিশেষ তহবিল, কৃষি ভর্তুকি, বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ, বাণিজ্যিক ব্যাংকগুলোর স্থগিত সুদের উপর ভর্তুকীসহ ইত্যাদি খাতে সরকারের রাজস্ব খাত হতে অর্থায়ন করা হচ্ছে।

আদেশে বলা হয়, “অর্থনীতিতে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব রোধকল্পে সরকার অগ্রাধিকার খাত বিবেচনায় আর্থিক সহায়তা প্যাকেজ প্রবর্তনসহ নানামুখী কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করেছে; যার অধিকাংশই ব্যাংক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

“এই সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যাংকসমূহের সকল পর্যায়ের কর্মকর্তাদের সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত প্যাকেজসমূহের সম্যক ধারণা থাকা আবশ্যক। এছাড়া প্যাকেজসমূহের যথার্থ বাস্তবায়নকল্পে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সকল শাখা ও উপশাখার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সম্পৃক্ত করাও অত্যন্ত জরুরি।”

“ব্যাংকগুলো উদ্যোগী না হলে প্যাকেজগুলো বাস্তবায়ন কাঙিক্ষত মাত্রায় পৌঁছানো সম্ভবপর হবে না, যা কাম্য নয়,” বলা হয় নির্দেশনায়।

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “এই মহামারীকালে অর্থনীতিকে পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজগুলো দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এজন্য সবার আগে এগিয়ে আসতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংকগুলো যত দ্রুত ঋণ দেবে, সঙ্কট তত দ্রুত কেটে যাবে।”

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক ও আমরা (এফবিসিসিআই) একসঙ্গে কাজ করছি। ইতোমধ্যে এফবিসিসিআইতেও একটি ‘হেল্প ডেস্ক’ খোলা হয়েছে। কোনো ব্যবসায়ী-উদ্যোক্তার প্রণোদনা প্যাকেজের ঋণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজন হলে ‘হেল্প ডেস্ক’ থেকে সহায়তা নিতে আমি অনুরোধ করছি।

“সবাই একসঙ্গে কাজ করলে আমরা এই সংকট মোকাবেলা করতে পারব বলে আমি আশা করি।”

Related Articles

Leave a Reply

Close
Close