খেলাধুলা

প্রথমবারের মতো দেশকে রৌপ্যপদক এনে দিয়েছেন রুবেল-দিয়া

ঢাকা অর্থনীতি ডেস্ক: এশিয়ান আর্চারি চ্যম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র দ্বৈতে রোপ্য জিতেছেন বাংলাদেশের দুই আর্চার দিয়া ও রুবেল। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আগে কখনও ফাইনালে খেলেনি বাংলাদেশ। নিজেদের মাঠে প্রথমবারের মতো সেই আক্ষেপ ঘুচেছে এবার।

শুক্রবার (১৯ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ছিল ফেভারিট দক্ষিণ কোরিয়া। ফাইনালে কোরিয়ার কাছে হেরে গেছেন বাংলাদেশের আর্চার জুটি হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। বেলা সাড়ে ১১টায় রিকার্ভ দ্বৈত মিশ্র ইভেন্টে কোরিয়ার কাছে ১-৫ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশের দিয়া-রুবেল।

স্বর্ণ না জিতলেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাফল্য নিয়ে এসেছেন তারা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশকে রৌপ্যপদক এনে দিয়েছেন এ জুটি।

Related Articles

Leave a Reply

Close
Close