বিশ্বজুড়ে

ফিলিপাইনে আঘাত হানল ‘কাম্মুরি’

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফিলিপাইনের লুজন দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন (স্থানীয় নাম টিয়স) কাম্মুরি।

সোমবার (২ ডিসেম্বর) মধ্যরাতে আঘাত হানে তৃতীয় ক্যাটাগরির এই টাইফুন। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবমাধ্যমগুলো বলছে, টাইফুন কাম্মুরির প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। তাই নিরাপত্তাজনিত কারণে ম্যানিলা এয়ারপোর্টের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এছাড়া বন্যা ও ভূমি ধসের আশঙ্কায় বিমানবন্দরের কার্যক্রমই বন্ধ করে দিতে পারে কর্তৃপক্ষ। ওইসব এলাকার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে।

আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা উইন্ডি থেকে জানা যায়, শক্তিশালী টাইফুন কাম্মুরি বর্তমানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণে মিন্দোরো প্রদেশে অবস্থান করছে। টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ থেকে ১৭০ কিলোমিটার থাকলেও আঘাতের পর অনেকটা দুর্বল হয়ে এখন ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ঝড়ের প্রভাবে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছপালা ভেঙে রাস্তায় পড়ে আছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ফিলিপাইনের উপকূল এলাকা থেকে প্রায় ৩ লাখ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

/এনএএইচ

Related Articles

Leave a Reply

Close
Close