দেশজুড়ে

বঙ্গোপসাগরে ট্রলার বিকল, ৩৮ যাত্রী উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে। পরে ওই ট্রলারে থাকা পর্যটকসহ ৩৮ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার বেলা তিনটার দিকে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জোসেল রানা বলেন, দুপুরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্তঘেঁষা নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারটি মিয়ানমারের দিকে ভেসে যাচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তিনটি ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে বিকল ওই ট্রলারের যাত্রীদের উদ্ধার করে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে যায়। উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন। তাঁরা যাতে আতঙ্কিত না হন, সেদিকে দৃষ্টি রাখা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, সাগরে পর্যটকসহ বিকল ট্রলারটি উদ্ধার করে দ্বীপে নিয়ে আসা হয়েছে। এতে কোনো ধরনের সমস্যা হয়নি। তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে। ট্রলারে ৮ পর্যটক ও স্থানীয় বাসিন্দা ছিলেন ৩০ জন।

Related Articles

Leave a Reply

Close
Close