দেশজুড়ে

বন্যহাতির উৎপাতে এলাকায় আতঙ্ক

ঢাকা অর্থনীতি ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা তিনটি বুনো হাতির উৎপাতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাতে হাতির উৎপাত থেকে বাঁচতে বাড়ির বাইরে আগুন জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন সীমান্তের কয়েকটি গ্রামের মানুষ।

এদিকে, সীমান্তবাসীদের নিরাপদে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ ও বিজিবি। একই সাথে হাতি না মারার নির্দেশনা দেয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে তিনটি বুনো হাতি সীমান্ত এলাকায় নেমে আসে। এরই মধ্যে হাতিগুলো কড়ইগড়া, মাহরাম, বড়গোপটিলাসহ কয়েকটি গ্রামের আমন ধান কলাগাছসহ বেশকিছু ফসলের ক্ষতি করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close