প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় নাঃ ভূমি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। এমপি হাজী সেলিম পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে সরকারি সম্পত্বি দখলের অভিযোগের বিষয়ে ভূমি মন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রবিবার দুপুরে সাভারের সিএন্ডবি এলাকায় অবস্থিত অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২৩ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসময় বলেন, বর্তমান সরকার কোন অপরাধীকে ছাড় দেয় না সবাইকে আইনের আওতায় আসতে হবে অন্যায় করে কেউ পার পাবে না।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক তসলীমুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপাসহ অন্যান্যরা।

৬ সপ্তাহ ব্যাপি এই প্রশিক্ষণে বিসিএস এর চারটি ক্যাটাগরির ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close