বিশ্বজুড়েশিল্প-বানিজ্য

বাণিজ্য আলোচনায় বসবে চীন ও যুক্তরাষ্ট্র

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে আগামী মাসের শুরুর দিকে ওয়াশিংটনে চীন এবং যুক্তরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বাণিজ্য বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছে।

মন্ত্রণালয় বলছে, চীনা উপ-প্রধানমন্ত্রী লিউ হে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথাইজার এবং অর্থমন্ত্রী স্টিভেন ম্নুউশিন আজ সকালে এক টেলিফোন সংলাপে এই আলোচনার ব্যাপারে একমত হন।

মন্ত্রণালয় আরও বলছে, অক্টোবরের আলোচনায় বড় ধরণের অগ্রগতি অর্জনের জন্য দু’পক্ষের কর্মকর্তারা প্রস্তুতিমূলক আলোচনা করবেন।

উল্লেখ্য, চীন এবং যুক্তরাষ্ট্র একটি তীব্র বাণিজ্য বিরোধে জড়িয়ে আছে।

সর্বশেষ পাল্টাপাল্টি শুল্ক আরোপের ক্ষেত্রে, চলতি মাসের প্রথম দিন যুক্তরাষ্ট্র ১১ হাজার কোটি ডলারের সমমূল্যের চীনা পণ্যের উপর অতিরিক্ত ১৫ শতাংশ শুল্ক আরোপ করে।

চীনও সাথে সাথে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ১ হাজার ৭শ’রও বেশি পণ্যের উপর ১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে পাল্টা আঘাত হানে।

Related Articles

Leave a Reply

Close
Close